ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিও বাঁচাতে পারলেন না ভারতকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
কোহলিও বাঁচাতে পারলেন না ভারতকে ভারতের হার। ছবি: সংগৃহীত

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ১০৭ রানের ইনিংসও বাঁচাতে পারলো না ভারতকে। শেষ পর্যন্ত সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৩ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়াকে।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই অচেনা লাগে স্বাগতিকদের। নিয়মিত বিরতিতেই হারাতে থাকে উইকেট।

 ব্যতিক্রম শুধু অধিনায়ক কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নিয়ে ১০৭ রানে আউট হন তিনি। এদিন প্রথম ভারতীয় হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নেন তিনি।  এছাড়া উল্ল্যেখ করার মতো শিখর ধাওয়ান ৩৫, রিশাভ পান্ত ২৪ ও আম্বাতি রাইডু করেন ২২ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মারলন স্যামুয়েলস কোহলিসহ মোট তিন উইকেট নেন। এছাড়া অ্যাশলে নার্স, জেসন হোল্ডার ও ওবে ম্যাকয় নেন ২টি করে উইকেট।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি দাপটের সঙ্গে জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে ৩২১ রান করেও টাই’তে শেষ করতে হয় ভারতকে। শাই হোপের অপরাজিত ১২৩ ও শিমরন হেটমায়ারের ৯৪ রানে ভর করে ম্যাচ টাই করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।  

পুনেতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের রান ৫৫ না পার হতেই টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান বিদায় নেন। কিন্তু শাই হোপ একাই লড়ে যান। ১১৩ বল খেলে ৬টি চার ও ৩ ছক্কায় করলেন ৯৫ রান তুলে ফেরেন।

শেষের দিকে অ্যাশলে নার্স ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় খেললেন ৪০ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে টেনে নেন। দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ পায়।  

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে নেন চার উইকেট। দুই উইকেট নেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।