ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটে ‘নতুন’ পৃথ্বী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ভারতীয় ক্রিকেটে ‘নতুন’ পৃথ্বী প্রিয়াংশু মালিয়া। ছবি: সংগৃহীত

যেনো ২০১৩ সালের সেই পৃথ্বী শ ফিরে এলেন আবার। সেবার স্কুল ক্রিকেটে এক ইনিংসে ৫৪৬ রান করেই চমকে দেন পৃথ্বী। সেই পৃথ্বী শ বর্তমানে ভারতীয় টেস্ট দলেও নিজেকে চিনিয়ে যাচ্ছেন। এবার আলোচনায় এলো আরেক পৃথ্বী। তার নাম অবশ্য প্রিয়াংশু মালিয়া। 

ভারতের গুজরাটের বারোদায় ভারতের সাবেক ক্রিকেটার মাহিন্দর অমরনাথের ক্রিকেট একাডেমির ছাত্র এই প্রিয়াংশু। গায়কোয়াড় অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে এই ক্রিকেটার খেললেন অবিশ্বাস্য এক ইনিংস।

যোগী ক্রিকেট একাডেমির বিরুদ্ধে মহিন্দর লালা অমরনাথ অ্যাকাডেমির হয়ে দুই দিনের ম্যাচে ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এক ইনিংসে করেন ৫৫৬ রান। ৩১৯ বলে ৯৮টি চার আর এক ছক্কায় তোলেন এই রান।

এখানেই থেমে থাকেননি প্রিয়াংশু। তার স্পিন ঘূর্ণিতে রীতিমতো হিমশিম খায় প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে প্রথমদিনেই ৫২ রানে অল আউট করে দেয় তার দল। এরপর ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৪০৮ রানে অপরাজিত থেকে প্রথমদিনন শেষ করেন প্রিয়াংশু। দ্বিতীয় দিন আরও ১৪৮ রান যোগ করেন

গত বছরও এই একই টুর্নামেন্টে দারুন পারফরম্যান্স করে প্রিয়াংশু। সেবারও ডাবল সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। দারুণ এই ইনিংস খেলে প্রিয়াংশু স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রথমে যখন সেঞ্চুরি করলাম তখন মনে মনে ২০০ করব বলে লক্ষ্য স্থির করলাম। তারপর ২০০ করার পর তিনশো করার জন্য লক্ষ্যমাত্রা রাখলাম। এভাবে একশো করার টার্গেট নিয়ে এগোতে থাকলাম। তাতে চাপও কমলো, আবার মনোযোগও বহাল ছিল। ’

বাংলাদেশ সময়ঃ ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।