ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এগিয়ে গেল যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এগিয়ে গেল যুবারা বাংলাদেশের যুবাদের জয়। ছবি: সংগৃহীত

বৃষ্টিতে প্রথম ওয়ানডে পন্ড হয়ে গেলেও সেই বৃষ্টিই দ্বিতীয় ওয়ানডেতে জয় এনে দিল বাংলাদেশের যুবাদের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৃহস্পতিবার (০১ নভেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ রানের জয় পায়। 

রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে প্রতি ইনিংস ৪৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে।

বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতেই আটকে যায় শ্রীলঙ্কা। শাহীন আলম ৪টি, শরীফুল ইসলাম ৩টি ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুই উইকেট নেন।

স্বাগতিকদের মধ্যে সর্বোচ্চ ৮৩ রান করেন নাভোদ পারানাভিথানা। আভিশকা থারিন্দুর ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস।  

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। প্রথম দশ ওভারেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান ফিরে যান। দলের রান তখন মাত্র ৪৩। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা তানজিদ হাসান করেন ৪ রান। অধিনায়ক তৌহিদ হৃদয় ৫, মাহমুদুল হাসান ১৩ ও অমিত হাসান ১৫ রান করে ফিরলে হারার সম্ভাবনার সামনে পড়ে বাংলাদেশ।

তবে পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটি টেনে তোলে বাংলাদেশকে। ৬৬ বলে ৫৮ রান যোগ করেন শামীম হোসেন ও উইকেটরক্ষক আকবর আলি। ইনিংসের ২০.৪ ওভার শেষে বাংলাদেশের ৪ উইকেটে ১০১ রানে আবার বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৮ রানে এগিয়ে থাকায় জয়ত পায় বাংলাদেশ।  

শনিবার (০৩ নভেম্বর) একই মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।