ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে টেইলর-মুর জুটি ভাঙলেন আরিফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
অবশেষে টেইলর-মুর জুটি ভাঙলেন আরিফুল অবশেষে টেইলর-মুর জুটি -ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর টেস্টের জমজমাট দুই দিন পর তৃতীয় দিন ফিল্ডিং করছে বাংলাদেশ। যদিও সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তবে ইতিবাচক ক্রিকেট খেলায় স্বাগতিকদের প্রতি বেশ খুশি সমর্থকরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ব্র্যান্ডন টেইলর ও পিটার মুর ১৩৯ রানের পার্টনারশিপ গড়ে বড় কিছুর সম্ভাবনা তৈরি করেন। কিন্তু মুরকে বিদায় করে স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন আরিফুল হক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২০৩। টেইলর (৬৪) ও মুর (৪৭) রানে অপরাজিত আছেন।

তবে এখনও তারা ৩১৫ রানে পিছিয়ে আছে।  

এর আগে জিম্বাবুয়ে দলের ৪০ রানে ৪৬ বলে ৮ রান করা ডোনাল্ড ট্রিপানোকে মেহেদি হাসান মিরাজে ক্যাচে ফেরান তাইজুল। এর আগে প্রথম দিন সফরকারীদের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকেও তাইজুলই আউট করেছিলেন।

১২৮ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৫৩ করা ব্রায়ান চারিকে ফেরান মেহেদি হাসান মিরাজ। দলীয় ৯৬ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

শেন উইলিয়ামসকে ব্যক্তিগত ১১ রানে বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম। পরে তার ঘূর্ণিতেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিকান্দার রাজা।

পিটার মুরকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ১৩৯ রান করেন ব্র্যান্ডন টেইলর। অবশেষে এই জুটি ভাঙেন আরিফুল হক। ১১৪ বলে ১২টি চার ও একটি ছক্কায় ব্যক্তিগত ৮৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে এলবি হন মুর।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল।

এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২৯১) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।