ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের কাছে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ইংলিশদের কাছে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ৯৬ রানে এগিয়ে ছিল ইংলিশরা। সঙ্গে দ্বিতীয় ইনিংসে যোগ হয় আরও ২৩০ রান। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৭ রান। তৃতীয় দিনই লঙ্কানরা ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে। আর ম্যাচের চতুর্থদিন ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে হেরে হয় হোয়াইটওয়াশ।

হাতে ৬ উইকেট নিয়ে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসকে ভালোই সঙ্গ দেন লক্ষণ সান্দাকান। রান তেমন না করতে পারলেও উইকেটে টিকে থাকেন অনেকক্ষণ।

মেন্ডিস তুলে নেন তার ৭ম টেস্ট ফিফটি। তবে ৪১ বলে ৭ রান করে জ্যাক লিচের বলে ফেরেন সান্দাকান।

রোশন সিলভাকে সঙ্গে নিয়ে বেশ খানিকটা সময় চেস্টা করেন মেন্ডিস। তবে ১২৯ বলে ৮৬ রানে তিনি ফিরে গেলে আর কেউই তেমন দাঁড়াতে পারেননি। টিকে থাকার এই লড়াইয়ে ৮টি চার ও একটি ছক্কা হাঁকান এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসাম্যান। তার যাওয়ার পর হাফসেঞ্চুরি করেন সিলভাও। আর ৪২ রানে অপরাজির থাকেন মিলিন্দা পুষ্পাকুমারা।

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের স্পিনাররাই গুঁড়িয়ে দেন লঙ্কান শিবির। চারটি করে উইকেট নেন মঈন আলী ও লিচ। আরেকটি উইকেট পান বেন স্টোকস।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চমবারের মতো কোনো সিরিজে স্পিনাররা ১০০ উইকেট পূর্ণ করলো। তবে তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম হল এই রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।