ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্স-এশিয়ান গ্রুপের মধ্যে চুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
রংপুর রাইডার্স-এশিয়ান গ্রুপের মধ্যে চুক্তি দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ান রংপুর রাইডার্সের সঙ্গে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে এশিয়ান অ্যাপারেলস।
 

সোমবার (২৫ নভেম্বর) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে রংপুর রাইডার্সের পক্ষে স্বাক্ষর করেন হেড অব অপারেশনস তাজভীত আহমেদ।

অন্যদিকে এশিয়ান অ্যাপারেলসের পক্ষে স্বাক্ষর করেন এশিয়ান গ্রুপের ঢাকা কার্যালয়ের মহাব্যবস্থাপক ইয়াসিন গনি চৌধুরী।
 
এ সময় রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদিক এবং এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, বাংলাদেশের খবরের ব্যবস্থাপক (সমন্বয়) মো. গোলাম কিবরিয়া তালুকদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
চুক্তি স্বাক্ষর শেষে সাকিফ আহমেদ সালাম বলেন, ‘রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ান। আমাদের প্রত্যাশা এবারও টানা দ্বিতীয়বারের মতো আমরা শিরোপা জিতবো। চ্যাম্পিয়ান দলের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত’।
 
রংপুর রাইডার্স এবারের আসরে পৃষ্ঠপোষক হিসেবে পাচ্ছে মিলার এয়ার কন্ডিশন, বসুন্ধরা এলপি গ্যাস, ওয়ালটন, রেডিও ৭১ এবং জেমস গ্রুপকে।
 
বিগত চার মৌসুম ধরে বিপিএলে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের সর্বশেষ আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে দলটি। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে ছয় বিদেশি খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, অ্যালেক্স হেলস, রিলি রসৌ এবং ওসান থমাসের সঙ্গে আছেন মোহাম্মদ মিথুন, ফরহাদ রেজা, নাদিফ চৌধুরী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, শফিউল আলম সুহাশ, আবুল হোসেন রাজু ও সোহাগ গাজী। আর দলের নেতৃত্বে আগেরবারের মতো থাকছেন মাশরাফি বিন মর্তুজা।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।