মঙ্গলবার (০৪ ডিসেম্বর) এক বিরল সংবাদ সম্মেলনে হাজির হয়ে একথা বলেন মাশরাফি। নির্বাচন নিয়ে এটাই তার শেষবারের মতো সংবাদ সম্মেলন।
মাশরাফিকে ভালোবাসে না এমন ক্রিকেটভক্ত বাংলাদেশে খুঁজে পাওয়া এক দুর্লভ বিষয়। তার খেলা আর নেতৃত্বের গুণমুগ্ধ এদেশের সব বয়সের ক্রিকেট পাগল মানুষ। মাঠে তার বুক চিতিয়ে লড়াইয়ে বহু জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। কিন্তু এমন তুমুল জনপ্রিয় ক্রিকেটারের রাজনীতিতে নাম লেখানো নিয়ে সমর্থকদের মধ্যে স্পষ্ট বিভক্তি চোখে পড়ছে। তাকে নিয়ে ভক্তদের যে তুমুল উচ্ছ্বাস ছিল তাতেও যেন কিছুটা ভাটার টান পড়েছে। এমনকি যেসব ক্রিকেটভক্ত তাকে আদর্শ হিসেবে মানতো, তারাও এখন দ্বিধান্বিত। কিন্তু যাকে নিয়ে এত হইচই সেই মাশরাফি নিজেকে এখনো আদর্শ মানছেন না।
'আমি এখনো আদর্শ হইনি। আমি কাজ করার পর দেখব কী হয়। আপনারা দেখবেন। ভালো কাজ করলে একটা ভালো প্রভাব পড়তে পারে। '
নির্বাচনে আসা নিয়ে বাড়তি কোনো পরিকল্পনাও করেননি মাশরাফি। বরং তার পুরো মনোযোগ এখন আসন্ন ওয়ানডে সিরিজে।
'আমি এখনো পুরোপুরি খেলায় আছি। আমার একটা শক্তি আছে, যখন যে কাজটা করি সেটা মন দিয়ে করতে পারি। এটাই আমার শক্তি। আমি এখন খেলা নিয়ে ভাবছি। খেলা শেষ করে যখন যাব তখন পুরোপুরি মন দেব। '
রাজনীতিতে আসা নিয়ে একের পর প্রশ্নের জবাব দিয়ে শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়েও নিজের ভাবনার কথা জানালেন টাইগার দলপতি। তার মতে, ছোট ফরম্যাটে উইন্ডিজ টেস্টের চেয়ে ভালো দল। তবে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে জয়ের রেশ থাকায় টাইগারদের ভালো করার সুযোগ দেখছেন তিনি।
'ফরম্যাট যত ছোট হবে ওয়েস্ট ইন্ডিজ তত ভালো একটা দল। অবশ্যই ভালো একটা কম্পিটিশন হবে আশা করছি। টেস্ট সিরিজ জেতার পর প্লেয়াররা ভালো অবস্থায় আছে, ওটা ইউজ করতে পারলে ভালো হবে। '
এদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মাশরাফির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। আগামী ৯ ডিসেম্বর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
আরও পড়ুন- ১৪ তারিখ পর্যন্ত পুরোপুরি মনোযোগ খেলায়
রাজনীতিতে আসা নিয়ে গণমাধ্যমে যা বললেন মাশরাফি
রাজনীতির মাঠেও খেলোয়াড়সুলভ থাকবেন মাশরাফি
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এইচএল/এমএইচএম