ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের মতে নতুন বলই ভুগিয়েছে সিলেটকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
ওয়ার্নারের মতে নতুন বলই ভুগিয়েছে সিলেটকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন ওয়ার্নার -ছবি: বাংলানিউজ

বিপিএলে নিজের অভিষেক ম্যাচে করলেন ১৩ বলে ১৪ রান। দল সিলেট সিক্সার্সও হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথমবার খেলতে আসা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরেই দেখা গেলো।

রোববার (৬ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এলেন হাসিখুশি ওয়ার্নার। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন মুখে সেই হাসি ধরে রেখেই।

 

দলের হার প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘প্রথম ছয় ওভার সব দলের জন্যই কঠিন। তাদের ৩০ রানের মধ্যেই ৫-৬ জন্য আউট হয়ে গেছে। আমরাও একই অবস্থায় ছিলাম। নতুন বল বেশ চ্যালেঞ্জিং ছিল। কোনোটা টার্ন করছিল আবার কোনোটা টার্ন করছিল না। এর মধ্যেই ক্রিজে টিকে থাকতে হবে। দেখে ভালো লাগছে কিভাবে দিনে ও রাতে পাল্টে যাচ্ছে ম্যাচের অবস্থা। ’

স্মিথের বিপক্ষে খেলতে নেমে দারুণ উচ্ছ্বসিত এই সাবেক অজি সহ-অধিনায়ক। বললেন, ‘আমরা দুজন দুই দলে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। এটা নতুনদের অনেক কিছু শেখাবে আর অভিজ্ঞরা অনেক কিছু আমাদের শেখাবে। ’

নিজের আউট প্রসঙ্গেও কথা বলেন ওয়ার্নার, ‘আম্পায়ার বলেছেন এটা আউট নয়। আমি আসলে দেখিনি কী হয়েছে। কিন্তু আসলে আমি ওখানেই ছিলাম। যেহেতু ক্যামেরার বিপরীতে ছিলাম সেক্ষেত্রে আমি কিছুই বলতে পারছি না। যদি আউট হই তো আউট। আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।