ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
কুমিল্লার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৬তম ম্যাচে কুমিল্লার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬-৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের চলতি আসরের শীর্ষে অবস্থান করছে ঢাকা।

অন্যদিকে ১ ম্যাচ হাতে রেখেই তাদের ধরে ফেলেছে দুইয়ে থাকা চিটাগং ভাইকিংস। দুই দলেরই পয়েন্টই সমান (১০)। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে আছে ঢাকা। আগের ম্যাচে হেরে যাওয়া ঢাকা এই ম্যাচেও হেরে গেলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান খুইয়ে ফেলার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে কুমিল্লা। আজকের ম্যাচে জয় পেলে তাদের রান রেট এগিয়ে যাবে। এছাড়া দিনের প্রথম ম্যাচে জয় পেয়ে তিনে চলে আসা রংপুর রাইডার্সকে পেছনে ফেলে একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। এমনকি বড় ব্যবধানে জয় পেলে শীর্ষ দুই দলের একটি হওয়ারও সুযোগ থাকছে। তবে ঢাকার মতো কুমিল্লাও আগের ম্যাচে হেরে গিয়েছিল। ফলে দুই দলের জন্যই এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর লড়াই।

ঢাকা ডায়নামাইটসের একাদশ
সুনীল নারাইন, হজরতুল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), দারউইশ রাসুলি, নুরুল হাসান (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মোহাম্মদ নাঈম, মোহর শেখ, রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ
তামিম ইকবাল, আনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, জিয়াউর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), লিয়াম ডসন, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদি হাসান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।