সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা-১৪৪ ও ১৩৯
অস্ট্রেলিয়া-৩২৩
ব্রিসবেনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা তৃতীয় দিন কামিন্সের তোপে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৩২ রান করেন লাহিরু থিরিমান্নে।
ক্যারিয়ার সেরা ইনিংস ও ম্যাচ বল করেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৮টি মেডেনসহ মাত্র ২৩ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। আর দুই ইনিংস মিলিয়ে ৬২ রানে ১০ উইকেটও তার ক্যারিয়ার সেরা। প্রথম ইনিংসে তিনি ৪ উইকেপ পেয়েছিলেন।
প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট লাভ করেন অভিষিক্ত পেসার জাই রিচার্ডসন।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৪৪ রানের জবাবে স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৩ রান করেছিল।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৯
এমএমএস