ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোল্ডারের কাছে সিংহাসন হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
হোল্ডারের কাছে সিংহাসন হারালেন সাকিব হোল্ডারের কাছে সিংহাসন হারালেন সাকিব-ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন ধরে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। তবে এবার ব্রিজটাউন টেস্টে অন্যবদ্য পারফরম্যান্স করে সেই জায়গা দখল করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

সিরিজের প্রথম টেস্টে হোল্ডারের ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডকে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারায় ক্যারিবীয়রা। এছাড়া ২টি উইকেটও নেন এই দলনেতা।

এর ফলে দুই ধাপ টপকে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেন তিনি। পেছনে ফেলেন রবিন্দ্র জাদেজা ও সাকিব আল হাসানকে।

অভিষেক ডাবল সেঞ্চুরি পাওয়া হোল্ডারের এই সপ্তাহটি শুধুই পাওয়ার। বোলিং অলরাউন্ডার হিসেবে আইসিসির সেরা একাদশেও জায়গা করে নেন। তবে প্রথম টেস্টে তার ব্যাটিংটাই বেশি কাজে দেয়। খেলেন ২০২ রানের ঝলমলে এক ইনিংস। তার নেতৃত্বে সফরকারীদের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট করে স্বাগতিকরা।

এদিকে শীর্ষে আসার ফলে হোল্ডারের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়ালো ৪৪০-তে। দ্বিতীয়স্থানে থাকা সাকিবে রেটিং পয়েন্ট ৪১৫।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।