ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেইলরের বিদায়ে বাংলাদেশের স্বস্তি   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
টেইলরের বিদায়ে বাংলাদেশের স্বস্তি    উচ্ছ্বসিত রুবেল হোসেন

রস টেইলরের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। তবে তাকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন রুবেল হোসেন।    

এ রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৪।

টেইলরকে ৩৯তম ওভারের ২য় বলে মাহমুদউল্লাহর ক্যাচে ফেরান রুবেল।

৮২ বলে ৭টি চারে ৬৯ করেন টেইলর।

**গাপটিলকে থামালেন সাইফ 

এর আগে ২৯তম ওভারের ৩য় বলে ৬৪ রান করা হেনরি নিকোলাসকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত ক্যাচে তাকে মাঠ ছাড়া করান তামিম। ৭৪ বলে ৭টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান নিকোলাস।      

এবার আর সেঞ্চুরি পাওয়া হলো না মার্টিন গাপটিলের। আগের দুই ম্যাচে শতকের দেখা পাওয়া এই কিউই ওপেনারকে ব্যাক্তিগত ২৯ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

১২তম ওভারের শেষ বলে তামিম ইকবালের ক্যাচে গাপটিলকে বিদায় করেন সাইফ।

পঞ্চম ওভারের প্রথম বলে কলিন মুনরোকে আউট করেন মাশরাফি। ৮ রান করা এই ওপেনার এলবিডব্লু হন।                 

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সফরে  প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজ পরাজয় হয়েছে  বাংলাদেশের।

বুধবার (২০ ফেব্রুয়ারি) ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়।

মোহাম্মদ মিঠুনের ইনজুরিতে এ ম্যাচে বাংলাদেশের হয়ে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। কেন উইলিয়ামসন, হেনরি ও আস্টলের বদলে দলে এসেছেন স্যান্টনার, মুনরো ও সাউদি।       

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।