ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের ওয়ানডে দলে ফিরলেন রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ক্যারিবীয়দের ওয়ানডে দলে ফিরলেন রাসেল আন্দ্রে রাসেল। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে আন্দ্রে রাসেলকে। ইনজুরিতে পড়া পেসার কেমার রোচের জায়গায় দলে ঢুকলেন এই অলরাউন্ডার। যদিও চোটে থাকা এই তারকা হয়তো বোলিং করতে পারবেন না।

চলমান ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ে ছিটকে যান রোচ। পরে বিবেচনা করা হয় রাসেলকে।

তার ব্যাপারে দলের প্রধান নির্বাচক ব্রাউন জানান, শেষ দিকের ব্যাটিংয়ে রাসেল কার্যকারী ভূমিকা রাখতে পারে।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের হয়ে মাঠ মাতাচ্ছেন রাসেল। ২০১৫ সালের পর গত বছর গায়ানায় বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে খেলেছেন তিনি।

২৭ ফেব্রুয়ারি গ্রেনাডায় সিরিজের চতুর্থ ম্যাচ ও ২ মার্চ গ্রস ইসলেটে পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দু’দল।

উইন্ডিজের নতুন স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, ইভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশেন টমাস।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।