ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ওয়ানেডেতে রিচার্ডসনের পরিবর্তে টাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ভারতের বিপক্ষে ওয়ানেডেতে রিচার্ডসনের পরিবর্তে টাই অ্যান্দ্রে টাই। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া দলের ভারত সফরে ওয়ানডে সিরিজে কেন রিচার্ডসনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার অ্যান্দ্রে টাই। দু’দলের চলমান টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে যান রিচার্ডসন।

গত ২৪ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভিসাখাপত্তনমে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের আগেই হায়দ্রাবাদে নেটে ব্যাটিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন পেসার রিচার্ডসন।

ম্যাচে অবশ্য তাকে দলে নেওয়া হয়নি।

ওয়ানডে ক্যারিয়ারের ২৭ উইকেটের মধ্যে রিচার্ডসন ১৩টি উইকেটই নিয়েছেন ভারতের বিপক্ষে। এমনকি সম্প্রতি নিজ দেশের ঘরোয়া আসর বিগ ব্যাশে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। তার দল মেলবোর্ন রেনেগেডস চ্যাম্পিয়নও হয়।

এদিকে বুধবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইতোমধ্যে মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। আর রিচার্ডসনের ইনজুরিতে পড়া মানে, রিজার্ভ বোলার হিসেবে একমাত্র স্পিনার হিসেবে নাথান লায়নই রয়েছেন।

আগামী ২ মার্চ হায়দ্রাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।