ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে কিউই দলে টম ব্লান্ডেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
বাংলাদেশের বিপক্ষে কিউই দলে টম ব্লান্ডেল বাংলাদেশের বিপক্ষে কিউই দলে টম ব্লান্ডেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড দলে সুযোগ পেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে নিয়মিত উইকেটরক্ষক বিজে ওয়াটলিং হ্যামিস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়ায় ডাক পান ব্লান্ডেল।

ক্রাইচস্টচার্চে সিরিজে তৃতীয় টেস্টে ব্লান্ডেল যদি সুযোগ পান, তবে এটি হবে তার ক্যারিয়ারে সাদা পোশাকের তৃতীয় ম্যাচ। ২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের।

সেবার অবশ্য অভিষেকেই বাজিমাত করেছিলেন ব্লান্ডেল। প্রথম কিউই উইকেটরক্ষক হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি।

এদিকে তৃতীয় টেস্টে দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়েও রয়েছে শঙ্কা। কেননা দ্বিতীয় টেস্টে তিনি কাঁধে চোট পেয়েছিলেন।

প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

আগামী ১৬ মার্চ হেগলি ওভালে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।