ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়ের পথ ধরে কোচের দায়িত্বে ইউনুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
দ্রাবিড়ের পথ ধরে কোচের দায়িত্বে ইউনুস ইউনুস খান। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে দেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কতোটা সফল হবেন দ্রাবিড়? অবশ্য নিজেকে পুরোটাই প্রমান করেছেন দ্রাবিড়। ভারতকে জিতিয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও। এবার সে পথে হাঁটতে যাচ্ছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ক্রিকেটার ইউনুস খান। 

ইউনুসের হাতে উঠতে যাচ্ছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে একটি সূত্র জানায়, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে কতিপয় আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।

শুধু কোচই ন্ন, জাতীয় জুনিয়র দল নির্বাচন কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক অধিনায়ক ইউনুস। সূত্রটি জানায়, ‘ইউনুস খানকে জুনিয়র দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে পূর্ণ সক্ষমতা দেওয়া হবে। তাকে সহায়তা করবেন আরেক সাবেক টেস্ট খেলোয়াড় ম্যানেজার হিসেবে দায়িত্ব পেতে যাওয়া নাদিম খান। ’

দুজনকেই কমপক্ষে যুব বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। সূত্রটি জানায়, ‘এর আগে দেখা যেতো একটি বা দুটি সিরিজ খারাপ খেললে বা স্বল্প মেয়াদে কোচ নিয়োগ দিয়ে নতুন কোচ আনা হতো। কিন্তু এতে জুনিয়র ক্রিকেটাররা মানিয়ে নেওয়ার সময় পায় না। তাদের উন্নতিও বাধা পায়। তাই এবার আমরা দীর্ঘ মেয়াদেই ভাবছি। ’

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।