ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে তিন বিভাগে ভালো করতে হবে: আকরাম খান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বিশ্বকাপে তিন বিভাগে ভালো করতে হবে: আকরাম খান আকরাম খান

ক্রাইস্টচার্চে মজজিদে হামলার পর নিরাপদে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলা হয়নি। আর খেলা হবেই বা কি করে? অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন টাইগারা। নয়তো ক্রিকেট বিশ্বই যেন থমকে যেতো। তবে যাই হোক সেই স্মৃতি ভুলে এখন ধীরে ধীরে ক্রিকেটের দিকে মনযোগ দিলেই তাড়াতাড়ি সেই ট্রমা থেকে বের হয়ে আসা সম্ভব।

ক্রাইস্টচার্চে হামলার পর টাইগারদের নিউজিল্যান্ডের পারফম্যান্স ‍নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। বুধবার (২০ মার্চ) নিউজিল্যান্ডের পারফম্যান্স ও আসন্ন বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে ভাল করাটা খুব কঠিন, কিন্তু আমরা সেখানে পুরো শক্তির দল নিয়ে খেলতে পারিনি। আমাদের সব খেলোয়াড়রাও ফর্মে ছিল না। ওয়ানডেতে ভাল করতে পারিনি। টেস্টে ওপেনিং পার্টনারশিপটা ভাল করেছে। কিন্তু মিডলঅর্ডারে ব্যাটসম্যানরা ভাল করতে পারেনি। ওখানে গতবারে কিছুটা ভাল করেছি। এবার ভাল করতে পারেনি সেই দিক দিয়ে খুই হতাশ। ক্রিকেটারাও খুব টায়ার্ড ছিল। ’

অসন্ন বিশ্বকাপ নিয়েও কথা বলেন আকরাম খান। তার মতে, ‘আমাদের টিম হিসেবে খেলতে হবে। ম্যাচ ডেতে ভাল খেলতে হবে। আমরা যে ম্যাচগুলো জিতেছি টিম হিসেবে খেলেছি। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার আছে অনেক। এটা ইতিবাচত দিক। তারা যদি ফিট থাকে ভাল কিছু করা সম্ভব। তবে তিন বিভাগেই ভাল করতে হবে। নিউজিল্যান্ডে কিন্তু আমরা তিন বিভাগে ভাল করতে পারিনি। আমাদের দলে যেমন অভিজ্ঞ খেলোয়াড়  আছে অন্যান্য দলেও কিন্তু আছে। সিনিয়র ক্রিকেটারদের সাথে কিন্তু জুনিয়র ক্রিকেটারদের ভাল করতে হবে তাহলে ফলাফল পাওয়া যাবে। ’

নিউজিল্যান্ডের স্মৃতি ভুলে এখন যতো তাড়াতাড়ি ক্রিকেটাররা মাঠে ফিরবেন ততো তাড়াতাড়ি দেশের ক্রিকেটের জন্য ভাল বলে মনে করেন আকরাম খান।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘন্টা, মার্চ ২০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।