ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ কবে, কখন মাঠে নামবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ কবে, কখন মাঠে নামবে আইপিএলে সাকিব। ছবি: সংগৃহীত

শনিবার (২৩ মার্চ) পর্দা উঠছে ক্রিকেটের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের। এবারে টুর্নামেন্টর দ্বাদশ আসর মাঠে গড়াবে। আট দল নিয়ে এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি মাঠে মাতাবেন।

গত আসরে তিনি কলকাতা নাইট রাইডার্স থেকে হায়দ্রাবাদের দলটিতে যোগ দিয়েছিলেন।

সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১৬ সালে সর্বশেষ ও একমাত্র শিরোপা ঘরে তোলে। সেবার দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশেরই আরেক তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

আগামীকাল (২৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল সূচি:

২৪ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, বিকেল সাড়ে ৪টা

২৯ মার্চ: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, রাত সাড়ে ৮টা

৩১ মার্চ: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, বিকেল সাড়ে ৪টা

৪ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত সাড়ে ৮টা

৬ এপ্রিল: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস, রাত সাড়ে ৮টা

৮ এপ্রিল: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত সাড়ে ৮টা

১৪ এপ্রিল: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস, রাত সাড়ে ৮টা

১৭ এপ্রিল:  সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস, রাত সাড়ে ৮টা

২১ এপ্রিল: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, বিকেল সাড়ে ৪টা

২৩ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত সাড়ে ৮টা

২৭ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত সাড়ে ৮টা

২৯ এপ্রিল: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, রাত সাড়ে ৮টা

০২ মে: মুম্বাই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত সাড়ে ৮টা

০৪ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত সাড়ে ৮টা

# স্বাগতিক দলের নাম আগে।
# সূচির সময় বাংলাদেশ সময় অনুযায়ী।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।