ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বনানী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
বনানী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষার। ছবি: সংগৃহীত

বনানীর আরএফ টাওয়ারে বৃহস্পতিবারের (২৮ মার্চ) ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এর মধ্যে ছিলেন এক ক্রিকেটারও। মাগুরার স্থানীয় ক্রিকেট লিগে নিয়মিত খেলা এই ক্রিকেটাররের নাম নাহিদুল ইসলাম তুষার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সঙ্গে খেলা খান নয়ন নামের আরেক সাবেক ক্রিকেটার।

খান নয়ন বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খান নয়ন তুষারের মৃত্যু সংবাদটি নিশ্চিত করে লেখেন, ‘রাত সাড়ে ১০টায় অভি নামে আমার এক বন্ধু ফোন করে বলল, আমাদের মাগুরার এক বন্ধু নাহিদুল ইসলাম তুষার বনানীতে আগুনে পুড়ে মারা গেছে।

এই তুষার, বাঁ হাতি পেস বোলার ছিল। আমরা সবাই লেফটি তুষার বলে তাকে ডাকতাম। মাগুরা জেলা টিমের ক্রিকেটার ছিল। স্টেডিয়ামের অপর পাশে আদর্শ পাড়াতে থাকত ওরা। বাবার চাকরির সুবাদে মাগুরা থাকত। দারুণ এক হাসিখুশি বিনয়ী ছেলে। ’

জানা যায়, তুষারের বাবা ইশহাক আলি মাগুরা হেলথের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তবে অবসরের পর পৈত্রিক বাড়ি টাঙ্গাইলে ফিরে গেছেন তারা। সেখানেই পরিবারসহ বসবাস করতেন।

ক্রিকেটার তুষার খেলাধুলার পাশাপাশি এয়ার হ্যারিটেজ নামের একটা প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।