ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের জন্য কোলপাককে রাবাদার না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
দেশের জন্য কোলপাককে রাবাদার না কাগিসো রাবাদার, ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে ‘কোলপাক’ অনেকটাই ভেতরে ভেতরে ভেঙ্গে দিয়েছে। তবে শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, এটি প্রভাব ফেলেছে পুরো ক্রিকেট বিশ্বের উপরেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার দেশের জার্সি ছেড়েছেন এই চুক্তির আওতায় এসে। এবার কোলপাকের আলোচনায় এলো কাগিসো রাবাদার নামও!

তবে স্বস্তির কথা হচ্ছে, কোলপাকের মতো বড় চুক্তির বারাদার সামনে থাকলেও তিনি দেশের জার্সি ছাড়েননি। দেশের হয়ে খেলাটাকেই বড় করে দেখছেন এই পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দেশের প্রতি ভালোবাসা ও কোলপাক নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন রাবাদা।

বলেন, ‘আসলে কোলপাক একটি স্পর্শকাতর বিষয়। আমার জন্যে দেশের হয়ে খেলা অনেক বড় ব্যাপার। এখানে আমি নিজেকে প্রমাণ করতে পারি। অন্য কিছু এখনই ভাবার সময় হয়নি। আগে দেশ। ’

দীর্ঘ এই সাক্ষাৎকারে বারাদা আরও জানান, মূলত ইয়র্কার শেখানোর জন্য তার কোনো শিক্ষক বা কোচ নেই। একা একাই অনুশীলন করে শেখেন। এমনকি আদর্শ হিসেবে বেঁছে নেননি অন্য কোন ক্রিকেটারকেও। বলেন, ‘আমি যখন বেড়ে উঠি তখন আমি কারো ইয়র্কার দেখিনি। আমি এই বিষয়টি নিজে নিজে রপ্ত করেছি। আমি এই ব্যাপারে কারো কাছ থেকেই অনুপ্রাণিত হইনি। আমি শুধু বুঝতাম ইয়র্কার বল করতে ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।