ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের জন্য খারাপ লাগছে: মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
তাসকিনের জন্য খারাপ লাগছে: মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান/ফাইল ছবি

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। স্বভাবতই এ নিয়ে বেশ রোমাঞ্চিত এই টাইগার পেসার। তবে একইসঙ্গে সতীর্থ ও আরেক পেসার তাসকিন আহমেদের জায়গা না পাওয়াতে তিনি বেশ দুঃখও পাচ্ছেন।

ইনজুরি আর ফিটনেসের অভাবের কারণে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তাসকিনের। এজন্য স্কোয়াড ঘোষণার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি।

তার এমন কান্নায় ভেঙে পড়া ছুঁয়ে গেছে অগণিত ক্রিকেটভক্তের হৃদয়। বাদ যাননি তার জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজও।  

তাসকিনের বাদ পড়া নিয়ে মোস্তাফিজ বললেন, ‘ওর জন্য খারাপ লাগছে। খারাপ তো সবারই লাগছে, শুধু আমার নয়। টিমমেটদের সবারই খারাপ লাগছে। সান্ত্বনা দেওয়ার তো ভাষা নেই, কী বলব?’ 

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের এখন প্রধান বোলিং অস্ত্র মোস্তাফিজ। তার দিকেই চোখ থাকবে সবার। ফলে দায়িত্বটাও অনেক বেড়ে গেছে। মোস্তাফিজও তাই বললেন, ‘‘সব সময়ই তো বেশি ছিল (দায়িত্ব)। সবাই আশা করে বলেই দায়িত্ব বেশি। চেষ্টা করি, সবাই আশা করে, নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, সেটা চেষ্টা করি। ’

তাসকিনের মতো ইনজুরিতে পড়ার প্রবণতা আছে মোস্তাফিজেরও। এবার টানা ম্যাচ খেলতে হবে। ইংলিশ কন্ডিশনে পেসারদের জন্য তাই বাড়তি চাপ থাকবেই। সেক্ষেত্রে মানসিক ও শারীরিক ফিটনেস অতীব জরুরী।  

মোস্তাফিজ বলেন, ‘বিরতি দিয়ে দিয়ে খেলা। টানা খেলা নেই। আহামরি কিছু হওয়ার কথা না। ইনজুরি তো বলে–কয়ে আসে না। যেকোনোভাবে লাগতে পারে। সবার সুস্থ থাকাটাই বড় কথা। ’

‘আমি চেষ্টা করছি ইনজুরি যেন না হয়। এখন ভালো আছি। ’ 

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।