ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে আইপিএল শেষ, রাবাদার বিশ্বকাপেও শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মে ৪, ২০১৯
ইনজুরিতে আইপিএল শেষ, রাবাদার বিশ্বকাপেও শঙ্কা ইনজুরিতে আইপিএল শেষ রাবাদার-ছবি: সংগৃহীত

পিঠের ইনজুরির কারণে চলতি মৌসুমে আইপিএলে আর খেলতে পারছেন না কাগিসো রাবাদা। আর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ঘনিয়ে আসায় তার জাতীয় দল দক্ষিণ আফ্রিকা তাকে দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে। আগামী ৩০ মে ইংল্যান্ড বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

গত ২৮ এপ্রিল র‌্যায়ল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজ দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে চোট পান এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি রাবাদা। ১২ ম্যাচে তার উইকেট সংখ্যায় ২৫টি।

ইনজুরির কারণে দলের পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামতে পারেননি এই ডানহাতি ফাস্ট বোলার। তার পিঠে স্ক্যান করানো হলে পরে ক্যাপিটালস থেকে দ.আফ্রিকার সঙ্গে আলোচনা করা হয়। আর শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটি রাবাদাকে দেশে ফেরার পরামর্শ দেয়।

আইপিএল থেকে ছিটকে যাওয়ার ফলে রাবাদা গ্রুপ পর্বে রাজস্থান র‌্যায়লস ও প্লে-অফের ম্যাচে আর খেলতে পারছেন না।

এদিকে রাবাদার ইনজুরি প্রোটিয়াদের নতুন করে চিন্তা ফেলে দিয়েছে। কেননা দলটির বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রায় সব ফাস্ট বোলারই চোটে ভুগছেন। কিছুদিন আগে ব্যাঙ্গালুরুর হয়ে খেলা অভিজ্ঞ ডেল স্টেইনও আইপিএল থেকে ছিটকে যান। আর আসরটি শুরুর আগেই লুনগি এনগিদি ও অ্যানরিচ নোরতে নিজেদের ফিট প্রমাণ করতে ব্যর্থ হন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।