ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঘোষণা হলো হাই পারফরম্যান্স দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ৬, ২০১৯
ঘোষণা হলো হাই পারফরম্যান্স দল ফাইল ছবি

আগামী ১৮ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের কোর ট্রেনিং ক্যাম্প। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে ২৩ জন ক্রিকেটারকে। 

আগামী ১৭ মে একাডেমি ভবনে ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। মূলত সদ্য সমাপ্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা তরুণ ক্রিকেটাররাই মূলত ১৬ সপ্তাহের এই ট্রেনিং ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন।

 

রোববার (০৫ মে) বিসিবি ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। এতে বেশ কয়েকজন নতুন মুখের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও।

এইচপি স্কোয়াড:

বিশেষজ্ঞ ব্যাটসম্যান: সাইফ হাসান, নাঈম শেখ, ফারদীন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান।

বিশেষজ্ঞ উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান।

পেসার: রবিউল হক, মানিক খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইফরান হোসেন, শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।