ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচে দুই কীর্তি শাই হোপের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, মে ৮, ২০১৯
এক ম্যাচে দুই কীর্তি শাই হোপের শাই হোপ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। জো ক্যাম্পবেলের সঙ্গে জুটি বেধে গড়েছেন উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ডও (৩৬৫ রান)। এবার দ্বিতীয় ম্যাচেই নামের পাশে আরো দু’টি রেকর্ড যোগ করলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপ। 

ক্যারিবিয়ানদের হয়ে সবচেয়ে কম ইনিংসে ২০০০ রানের ঘর ছুঁয়েছেন এই ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ২০০০ রান ছুঁতে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ডসের লেগেছিল ৪৮ ইনিংস।

হোপ এক ইনিংস কম খেলে এই মাইলফলকে পৌঁছে যান।  

ডাবলিনে মঙ্গলবার (০৭ মে) বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ব্যাট করার সময় এই মাইলফলক গড়েন হোপ।  

এছাড়া এই ডানহাতি ব্যাটসম্যান আরেকটি রেকর্ডেও ছাড়িয়ে গেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে। ক্যারিবিয়ানদের মধ্যে সবচেয়ে কম বয়সে ২০০০ রান ছুঁয়েছেন হোপ। অভিষেকের ২ বছর ১৭৩ দিনের মাথায় রেকর্ডটি গড়লেন তিনি। লারার লেগেছিল ২ বছর ৩৬১ দিন।  

হোপের কীর্তি এখানেই  শেষ নয়, গত বছর বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচে (১৪৬ ও ১০৮) সেঞ্চুরি পেয়েছিলেন। এবার হ্যাটট্রিক সেঞ্চুরিটাও পেয়ে গেলেন। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে কভার ড্রাইভে চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

হোপের ১৩২ বলে ১০৯ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২৬১ রানের সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, মে ০৭, ২০১৯ 
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।