ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝড়ো ইনিংস খেলে ফর্ম দেখালেন স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ৮, ২০১৯
ঝড়ো ইনিংস খেলে ফর্ম দেখালেন স্মিথ ঝড়ো ইনিংস খেলে ফর্ম দেখালেন স্মিথ-ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা থেকে ফিরে চুটিয়ে পারর্ফম করে যাচ্ছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ড বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আর দু’দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঝড়ো এক ইনিংস খেলে নিজের পুরোনো ফর্ম দেখালেন স্মিথ।

ব্রিসবেনে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ান একাদশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। ৭৭ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৮৯ রানে দারুণ এক ইনিংস খেলেন অজিদের সাবেক অধিনায়ক স্মিথ।

এ ম্যাচে অবশ্য ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়ে আগের ম্যাচে ভালো করা ওয়ার্নার।

স্মিথের রান পাওয়ার ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া জয় পায়নি। তরুণ কিউই ব্যাটসম্যান উইল ইয়ংয়ের অন্যবদ্য সেঞ্চুরিতে (১৩০) ভর করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ। হাফসেঞ্চুরির দেখা পান জাতীয় দলে খেলা টম ল্যাথাম (৬৯)।

গত বছর কেপটাউনে বল টেম্পারিংয়ের জন্য অস্ট্রেলিয়া দলে ১২ মাসের নিষেধাজ্ঞা পান স্মিথ-ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে গত ফেব্রুয়ারিতে বিপিএল দিয়ে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) প্রত্যাবর্তন ঘটে অজিদের এই সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়কের। চলমান আইপিএলেও হেসেছে তাদের ব্যাট।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন স্মিথ-ওয়ার্নার। দীর্ঘ নির্বাসন শেষে অজিদের হয়ে এখনো কোন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি তাদের।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘন্টা, মে ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।