ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট পাওয়া সাকিব পর্যবেক্ষণে থাকবেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
চোট পাওয়া সাকিব পর্যবেক্ষণে থাকবেন মাঠে সাকিবের ব্যথা কমানোর চেষ্টা করছেন ফিজিও

বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের ইনজুরি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে বুধবার (১৫ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েন সাকিব।

আয়ারল্যান্ডের দেওয়া ২৯৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের ৩৫তম ওভারে রান নিতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করেন সাকিব। ফিজিও থিয়ান চন্দমোহন মাঠে এসে তার ব্যথা কমানোর চেষ্টা করেন।

এরপর ব্যাটিং চালিয়ে যান সাকিব। কিন্তু ৩৬তম ওভারে অর্ধশতক তোলার পর আবারও পিঠে ব্যথা অনুভব করলে মাঠ ছাড়েন তিনি।

তবে ইনজুরি কতটা গুরুতর তা বিস্তারিত জানা না গেলেও দলীয় সূত্রে জানা গেছে ইনজুরি গুরুতর নয়। সর্তকতার কারণে অর্ধশতক তুলে মাঠ ছাড়েন সাকিব। দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানান, এক দিনের পর্যবেক্ষণে থাকবেন সাকিব।

এর আগে বিপিএলে হাতের আঙুলের ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
আরএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।