তবে এই পরাজয়ের জন্য আম্পায়েরর ভুল সিদ্ধান্তকে দায়ী করছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। ২ উইকেট হাতে রেখে জয় থেকে যখন ৬ রান দূরে তখন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে এলবিডব্লিউর হয়ে বিদায় নেন তানজীম (৩৫ বলে ১২)।
রোববার (১৫ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের শামীম জানান আম্পায়ারের এমন বাজে সিদ্ধান্তের কারণে ম্যাচটি হারতে হয়। তিন বলেন, ‘এটা বলার মতো না। প্রতিবারই এমন হয়, যে ভারতের কাছে আমরা জেতা ম্যাচগুলো হেরে যাই। এটা আসলেই অনেক লজ্জার বিষয়। বারবারই জেতা ম্যাচগুলো হেরেছি আম্পায়ারে ভুল সিদ্ধান্তের কারণে। ’
তবে পুরো টুর্নামেন্টে বাংলাদেশ যুব দল ভালো খেলেছে বলে মনে করেন শামীম। তার মতে, ‘আপনি যদি আগের সিরিজগুলো দেখেন, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সবকিছুতেই আমাদের উন্নতি হচ্ছে। এশিয়া কাপে আমরা ভালোই খেলেছি। খারাপ যে খেলেছি তা না। ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে গিয়েছি। কিছু করার নেই। ’
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএআর/এমএইচএম