ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ম্যাচ জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন সাকিব সাকিব আল হাসান। ছবি: বাংলানিউজ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।ফলে ফাইনালের আগে নিজের ঝালিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পাবে সাকিবের দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা বেশ দাপটের সঙ্গেই এসেছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে হারানো মনোবল কিছুটা হলেও ‍ফিরে পেয়েছে টাইগাররা।

ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানান, বোলারদের কারণেই এমন জয় এসেছে।  

তিনি বলেন, ‘ব্যাটিংয়ে শুরুটা বেশ ভালো পেয়েছিলাম।

কিন্তু ব্যাটসম্যানরা যেভাবে শুরু করেছিল প্রত্যাশা মতো সেভাবে শেষ করতে পারেনি। তবে বোলাররা ছিলো দুর্দান্ত, আর ফিল্ডিংও। মূলত তারাই (ফিল্ডাররা) বোলারদের সহযোগিতা করেছে। কারণ টি-টোয়েন্টি ম্যাচ জেতাতে বোলারদের খুব একটা দেখা যায় না। ’

ফাইনালের আগে আফগানিস্তানকে আরও একবার হারাতে চায় সাকিবের দল যেটা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সাকিব বলেন, ‘পরের ম্যাচটা জিততে পারলে ফাইনালে যাওয়ার আগে তা মানসিকভাবে আমাদের অনেক এগিয়ে রাখবে। টি-টোয়েন্টিতে এ বিষয়টি গুরুত্বপূর্ণ। ’

আগামী ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখী হবে বাংলাদেশ। আর ২৪ সেপ্টেম্বর এ আফগানিস্তানের বিপক্ষেই ফাইনাল খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আরএআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।