আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৫টার পর বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সন্ধ্যা ৬টার পর তা কমে মাঝারি বৃষ্টিতে পরিণত হবে বলে ধারনা করা হচ্ছে যা চলবে দুই ঘন্টার মতো।
ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। এমন অবস্থায় খেলা শুরু হওয়া নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে যদি খেলা না হয় তবে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। কারণ ফাইনালের জন্য কোন রিজার্ভ-ডে রাখা হয়নি।
আর বৃষ্টি থেমে গেলে খেলা হবে। তবে সেক্ষেত্রে খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এর আগে মাঠ খেলার উপযোগী হলে তবে খেলা শুরু হবে। নয়তো খেলা শুরুর কোনো সম্ভবনা নেই।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএআর/ইউবি