জাতীয় লিগে সবচেয়ে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ মনে করেন বিপ টেস্টের চেয়েও গুরুত্বপূর্ন হচ্ছে ম্যাচের পারফরম্যান্স। শনিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের তিনি একথা জানান।
শরীফ বলেন, ‘বিপ টেস্টে শেষবার ছিল ১১ করলে ভালো বা ১০ স্পর্শ করলেও চলবে। কিন্তু এবার জোরালোভাবে বলা হচ্ছে ১১ করতে হবে। আমার কথা হলো এবার হয়তো অনেকে ১১ দিবে বা দিতে পারেব। ধরেন কেউ ১৪ দিয়ে দিলো, কিন্তু তার যদি ম্যাচ খেলার সক্ষমতা না থাকে তবে ১৪ দিয়ে লাভ হলো কি? আবার এমনও আছে কেউ ৮ বা ৯ দিতে পারবে কিন্তু ডাবল সেঞ্চুরি করছে বা ম্যাচে ১০ উইকেট পাচ্ছে। আমার কি সেটা দেখা উচিত নাকি ১৪তে থাকা উচিত? অন্য দেশের সাথে আমাদেরটা তুলনা করলে চলবে না। অবশ্যই ফিটনেস থাকতে হবে পাশাপাশি পারফরম্যান্সও তো বিবেচনা করতে হবে। এমন করলে তো মেইন প্লেয়ারই খেলতে পারবে না। ’
এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের উইকেটও স্পোর্টিং উইকেট করা উচিত বলে মনে করেন শরীফ। তিনি বলেন, ‘এটা আমরা সবসময়ই বলি যাতে লঙ্গার ভার্সনের উইকেটটা স্পোর্টিং উইকেট করা হয়। আমাদের উইকেটর ন্যাচার যদি চিন্তা করি আমাদের যে হাইট বা আমরা যে উইকেট থেকে হেল্প পাই সেটার সাথে যদি দক্ষিণ অাফ্রিকা বলেন আর ইংল্যান্ড বলেন ওদের সাথে তুলনা করলে চলবে না, আমরা ওদের থেকে পিছিয়ে আছি। আমাদের উইকেট থেকে হেল্প নিতে হবে সেটা ব্যাটসম্যানদের জন্যই ভালো হবে। এটা আমরা অনেক দিন ধরে বলে আসছি কিন্তু মাঠে গেলে সেটা আর দেখা যায় না। ’
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটার মনে করেন ফিটনেস টেস্টের জন্য প্রতিটি বিভাগে যদি একমাস আগে থেকে বলে দেওয়া যায় তাহলে এখন যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পূরণ করা সম্ভব।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএআর/এমএমএস