বিসিসিআই এর একটি সূত্র পান্ডিয়া সম্পর্কে জানান, চিকিৎসার জন্য পান্ডিয়াকে খুব দ্রুতই যুক্তরাজ্যে পাঠানো হবে। গত বছরের সেপ্টেম্বরে দুবাইতে এশিয়া কাপের পর প্রথমবার এই চোটে পড়লেন তিনি।
ঘরের মাঠে বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে লড়ছে ভারত। এই সিরিজের আগেই বুমরাহ’র ইনজুরি নিয়ে বলা হয়েছিল দুই মাঠের বাইরে থাকবে হবে তাকে। ফলে বাংলাদেশ সিরিজে থাকা হচ্ছে না তার। অন্যদিকে ইংল্যান্ডে গিয়ে হার্দিকের পিঠের অস্ত্রোপচার করালে তাকে পাঁচ মাস মাঠে বাইরে থাকতে হতে পারে বলে একটি সূত্র জানায়।
বাংলাদেশ আগামী নভেম্বরে ভারত সফরে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গড়াবে টেস্ট সিরিজের আগে। ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএমএস