রোববার (০৬ অক্টোবর) প্রভিডেন্সে প্রথম দল ওয়ারিয়র্স কোয়ালিফায়ারে লড়বে দ্বিতীয় দল বার্বাডোজ ট্রাইডেন্সের বিপক্ষে।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয় ওয়ারিয়র্স।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরানের অপরাজিত হাফসেঞ্চুরিতে অনায়াসে জয় পায় ওয়ারিয়র্স। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ২৮ রানের হার না মা ইনিংস খেলেন দলনেতা শোয়েব মালিক। এছাড়া ৩৩ রান এসেছে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ারিয়র্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব সুবিধে করতে পারেনি ত্রিনবাগো। সর্বোচ্চ ৪০ বলে ৪৩ করেন কলিন মুনরো। আর ২৭ বলে অপরাজিত ৩৬ করেন অধিনায়ক কাইরন পোলার্ড।
ওয়ারিয়র্স বোলারদের মধ্যে চন্দ্ররপল হেমরাজ একাই ৩ উইকেট দখল করেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমএমএস