খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। এরপর খেলা শুরু হলে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে আব্দুল মজিদের উইকেট হারায় ঢাকা।
দ্বিতীয় উইকেটে ৮০ রান যোগ করেন রনি তালুকদার ও জয়রাজ শেখ। পরে অর্ধ-শতকের দেখা পান রনি। জয়রাজ দলীয় ১০৯ রানের মাথায় আউট হওয়ার পরই ঘটে ঢাকার ব্যাটিং বিপর্যয়।
তাইজুল ইসালামের স্পিন ঘূর্ণি আর পেসার শফিউল ইসলামের গতির ঝড়ে ১৪৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান আসে রনির ব্যাট থেকে। এরপর বৃষ্টি বাগড়া ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজশাহীর তাইজুল ২০.৫ ওভারে ৫৫ রান খরচে ৪টি ও শফিউল ১৭ ওভারে ৪০ রানে ৩টি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরএআর/এমএইচএম