কেবল শচীন-লারা নয়, আরো অনেক অবসরে যাওয়া বিখ্যাত ক্রিকেটাররা রোড সেফটি নামের এই টি-টোয়েন্টি আসরে অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে আছেন জ্যাক ক্যালিস, শিবনারায়ণ চন্দরপল, ব্রেট লিও।
রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম মৌসুমটি হবে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ভারতে। মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। দলগুলো হলো-ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলংকা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।
এই টুর্নামেন্টে সর্বমোট ১১০ অবসরপ্রাপ্ত ক্রিকেটার অংগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্র্যাঞ্জাইভিত্তিতে আয়োজিত এই টুর্নামেন্ট টি-টোয়েন্টিকে আরো বেশি জনপ্রিয় করবে বলে আশা করেন আয়োজকরা। বিসিসিআই ইতোমধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ইউবি