নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকুর রহিম ২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অল্পের জন্য হেরে যাওয়ার পর সাকিবকে জড়িয়ে ধরে কান্নার সেই মুহূর্ত পোস্ট করে লিখেছেন, বয়স ভিত্তিক ও আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে ১৮ বছর খেলার পর..., মাঠে তোমাকে ছাড়া খেলার কথা ভাবা খুবই কষ্টদায়ক। আশা করি, তুমি চ্যাম্পিয়নের মতো ফিরে আসবে।
সেই বিকেএসপি থেকে দুজনের একসঙ্গে ক্রিকেটের ময়দানে পথচলা। সেই প্রিয় সতীর্থের নিষেধাজ্ঞার খবর মানতে তাই জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের বহু জয়ের সাক্ষী এ দুই তারকা ক্রিকেটার। আগামী ১ বছর মাঠে দুজনকে আর একসঙ্গে দেখা যাবে না। শুধু মুশফিক কেন, বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটভক্ত সাকিবের নিষেধাজ্ঞার খবরে হতাশা প্রকাশ করছেন। এমনকি অনেকে আইসিসি’র বিরুদ্ধে আন্দোলনও করছে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএইচএম