মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টায়ার ওয়ানের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি রংপুরের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
রিশাদ হোসেন ৪২, নাসির হোসেন ৪০, সোহরাওয়ার্দী শুভ ৩৪ রানের ইনিংসের কল্যাণেই ২২৪ রানের প্রথম ইনিংসে অলআউট হয় রংপুর বিভাগ। খুলনার হয়ে রাজ্জাক একাই ৭টি উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান দুটি ও আব্দুল হালিম ১টি করে উইকেট পান।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে খুলনা বিভাগের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান।
জাতীয় ক্রিকেট লিগের টায়ার টুয়ের অন্য ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে দাপট দেখিয়েছে সিলেট বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এবাদত হোসেনের বোলিং তোপের মুখে পড়ে বরিশাল। প্রথম ইনিংসে ১৬২ রানে ফজলে মাহমুদের দল অলআউট হয়। নুরুজ্জামান সর্বোচ্চ ৪০ রান করেন।
সিলেটের এবাদত ৫টি, নাসুম আহমেদ ৩টি এবং আবু জায়েদ ও এনামুল হক জুনিয়র ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে সিলেটের সংগ্রহ ১ উইকেটে ৮২ রান।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরএআর/এমএমএস