কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহী চেয়ে ৫৪ রানে এগিয়ে আছে ঢাকা। স্কোরবোর্ডে ৪ উইকেটে ২৮৪ রান তোলে নাদিফ চৌধুরীর দল।
আগের দিনের বিনা উইকেটে শূন্য রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে ঢাকা। আব্দুল মজিদ (১৬), সাইফ হাসান (২৮), জয়রাজ শেখ (২১) ও রকিবুল হাসান নিয়মিত বিরতিতে আউট হলে ১০৪ রান তুলতেই ঢাকা ৪ উইকেট হারিয়ে বসে।
এরপর পঞ্চম উইকেট জুটিতে ব্যাট করতে নামেন তাইবুর রহমান ও শুভাগত হোম। তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় ঢাকা। রাজশাহীর বোলারদের আস্থার সঙ্গে মোকাবিলা করে দিনের বাকিটা সময় পার করে দেন তারা।
দুজনেই অর্ধশতক তুলে সেঞ্চুরির কাছে পৌঁছান। ১৮০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তাইবুর ও শুভাগত। তাইবুর ৯৩ এবং শুভাগত ৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
বাংলাদেশ সময়ঃ ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএআর/ইউবি