তৃতীয় বা শেষ ম্যাচে আরেকবার ম্যাচ সেরার পুরস্কার পেলে রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবেন।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি।
রোহিত শর্মা বাদে ৯ বার করে টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মোহাম্মদ হাফিজরা। রোহিতের সুযোগ থাকছে তাদের টপকে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার।
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ ৭৬ বার ম্যাচ সেরা হয়েছেন শচীন টেন্ডুলকার। টি-টোয়েন্টিতে কখনও ম্যাচ সেরা না হওয়া শচীন সাদা পোশাকে ১৪ বার আর ওয়ানডেতে ৬২ বার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ বার ম্যাচ সেরা হয়েছে সনাথ জয়সুরিয়া আর ৫৭ বার ম্যাচ সেরা হয়েছেন জ্যাক ক্যালিস। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় চার নম্বরে (৫৫ বার)।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমআরপি