রাজকোটে দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশ হার মানে। তবে মাহমুদউল্লাহ’র সাহসী ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্ব চোখে পড়ে সবার।
দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়া এক সময়ের তারকা অলরাউন্ডার ইরফান বর্তমানে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেন। সেখানে তিনি বলেন, ‘যখন বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি জিতবেন, তখন আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। আর ম্যাচে মাহমুদউল্লাহ কয়েকটি পরিবর্তন এনে দারুণ গুণাবলি প্রদর্শন করেছেন। ’
ধোনির সঙ্গে মাহমুদউল্লাহ’র মিল দেখে ইরফান আরও বলেন, ‘মাহমুদউল্লাহ পাওয়ার প্লে’র পরে পার্টটাইম বোলারদের দিয়ে বোলিং করিয়েছেন। যেমনটি করতেন মহেন্দ্র সিং ধোনি। ’
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারত-বাংলাদেশ লড়বে নাগপুরে। আর এ ম্যাচে বাংলাদেশকে জিততে হলে মুশফিকুর রহিমের ব্যাটিং অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে বলে মনে করেন ভারতের আরেক ক্রিকেটার হরভজন সিং।
তিনি বলেন, ‘মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। স্পিন ও পেস বোলিংয়ের বিরুদ্ধে তার খেলার দক্ষতা অসাধারণ। দলের জয়ে তাকে ও মাহমুদউল্লাহকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। ’
আগামী রোববার (১০ নভেম্বর) নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমএমএস