দ্বিতীয় দিন অবশ্য কিছুক্ষণের জন্য হলেও আলোর মুখ দেখেছে দেশের ক্রিকেট। আগেরদিন টায়ার-ওয়ানে টস না হওয়া রাজশাহী বনাম খুলনা বিভাগের ম্যাচটিতে দিনের শেষ সময়ে মাঠে নেমেছে দু’দল।
মাত্র ১২ ওভার পযর্ন্ত হওয়া ম্যাচটিতে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৩৬ রান জমা রেখে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। আগামীকাল তৃতীয় দিন শুরু করবে দুই অপরাজিত ব্যাটসম্যান অভিষেক মিত্র (৯) ও মিজানুর রহমান।
দুর্যোগের সময়ও টায়ার-ওয়ানের আরেক ম্যাচে আলো ছড়িয়েছে নাসির হোসেনের ব্যাট এবং বল হাতে ৫ উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম।
খারাপ আবহাওয়ার কারণে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৫ উইকেটে ১১০ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংসের প্রথম দিন শেষ করেছিল রংপুর বিভাগ। দ্বিতীয় দিন নাজমুলের ঘূর্ণিতে তারা অলআউট হয় ২৩৪ রানে।
সতীর্থদের ব্যর্থতার মাঝে আগেরদিন ৫ রানে অপরাজিত থাকা নাসির তুলে নেন ফিফটি। ১৫৮ বলে ৭০ রানে তিনি আউট হোন নাজমুলের বলে। আগেরদিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানভীর হায়দারও (৪৭) ফিফটি বঞ্চিত হোন নাজমুলের ঘূর্ণিতে।
ঢাকা বিভাগের হয়ে ৩৪ ওভারে ৬৫ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন নাজমুল। সালাউদ্দীন শাকিল নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছে শাহাদাৎ হোসেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আব্দুল মজিদ (৫২) ও রাকিবুল হাসানের (৬৭) অর্ধশতকে ৫ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা। এখন পযর্ন্ত ৩৯ রানে এগিয়ে আছে রংপুর। আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন ঢাকার দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক নাদিফ চৌধুরি (২৬) ও আরাফাত সানি (২)।
রংপুরের হয়ে ১০ ওভারে ২৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন আরিফুল হক ও রিশাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ইউবি