সোমবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয় রাজশাহী। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান।
বিনা উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। রুবেলের বোলিং তোপে এদিন রাহশাহীর ব্যাটসম্যানরা সু্বিধা করতে পারেনি। মিজানুর রহমান ও সানজামুল ইসলাম ছাড়া কেউই রানের দেখা পাননি। ১৫১ রানে গুটিয়ে যায় রাজশাহীর প্রথম ইনিংস। মিজানুর ৪৩ ও সানজামুল ৪৮ রান করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে রুবেল ৫১ রানে নেন ৭ উইকেট। এছাড়া আব্দুর রাজ্জাক ২টি ও জিয়াউর রহমান ১টি উইকেটে নেন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অমিত মজুমদার ও তুষার ইমরানের অর্ধ-শতকে দিন শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান। অমিত ৫৯ ও তুষার ৫৮ রান করে আউট হন। রাজশাহীর মোহর শেখ ও মুক্তার আলী ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএআর/ইউবি