মঙ্গলবার (১২ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ দিনে ঢাকা মেট্রা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৫ রান ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে সিলেট ৪ উইকেটে ১৮১ রান করে।
৪ উইকটে ২৪৫ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ঢাকা মেট্রো। ৭৩ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব এদিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। তার ব্যাটে ভর করেই ৬ উইকেটে ৩৯৫ রানে ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। মার্শাল ১৬৩ রানে অপরাজিত থাকেন।
৩৫৬ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইমতিয়াজ হোসাইনের উইকেট হারালেও শানাজ আহমেদ ও তৌফিক খানের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৮১ রান তোলার পর দুই দলই ড্র মেনে নেয়।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বরিশালে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে স্বাগতিক বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটি চতুর্থ দিনের শেষ সেশনে এসে মাঠে গড়িয়েছে। নিশ্চিত ড্রয়ের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭০ রানে প্রথম ইনিংস ঘো্ষণা করে বরিশাল। জবাবে চট্টগ্রাম প্রথম ইনিংসে বিনা উইকেটে ৪৫ রান করে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আরএআর/এমএইচএম