ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো ইমার্জিং এশিয়া কাপের ট্রফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
উন্মোচিত হলো ইমার্জিং এশিয়া কাপের ট্রফি ইমার্জিং এশিয়া কাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়করা: ছবি-শোয়েব মিথুন

আগামী ১৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপের আসর। বাংলাদেশ সহ ৮টি দেশ এবারের আসরে অংশ নেবে। টুর্নামেন্টকে সামনে রেখে উন্মোচিত হয়েছে ট্রফি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। পরে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন তারা।

‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও নেপাল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে যংযুক্ত অারব আমিরাতের অংশ নেয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে যংযুক্ত অারব আমিরাত দল পাঠাতে ব্যর্থ হয়। যার ফলে তাদের পরিবর্তে অংশ নেবে নেপাল।

ইমার্জিং এশিয়া কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী আট দলের অধিনায়ক: ছবি-শোয়েব মিথুন‘এ’ গ্রুপের চারটি দল হলো শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ১৪ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।