বিকেএসপি’র চার নম্বর মাঠে টস জিতে হংকংকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়ে হংকং।
তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে হংকং। হারুন আরশাদ সর্বোচ্চ ৩৫ রান করেন।
বাংলাদেশের সুমন খান ৪টি, মেহেদী হাসান ২টি এবং হাসান মাহমুদ ও আফিফ হোসেন ১টি করে উইকেট নেন।
বাংলাদেশসহ ৮টি দেশ এবারের ইমার্জিং এশিয়া কাপ আসরে অংশ নিয়েছে। গত মঙ্গলবার ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও নেপাল।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরএআর/ইউবি