বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলে নিজেকে ফোকাসে এনেছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। বিশ্ব ক্রিকেটে যেখানে লেগ স্পিনের ব্যাপক চাহিদা, সেখানে বাংলাদেশ বরাবরই কোনো ভালো লেগ স্পিনার তৈরি করতে পারেনি।
বিকেএসপিতে হংকংয়ের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে বল করার সময় ইনজুরিতে পড়েন বিপ্লব। ইনিংসের ১৯তম ওভার আর নিজের তৃতীয় ওভারের শেষ বলে হংকংয়ের ব্যাটসম্যান কিঞ্চিত শাহ'র সজোরে হাকানো স্ট্রেট শট ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান তিনি। ত্রিদেশীয় সিরিজেও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেবার তিনি বাম হাতে ব্যথা পেয়েছিলেন। এবারও একই ধরনের ব্যথা পেয়েছেন তবে ডান হাতে।
প্রাথমিকভাবে বিপ্লবের হাতে দুটি সেলাই পড়েছে। ধারণা করা হচ্ছে, তার ইমার্জিং এশিয়া কাপের এখানেই সমাপ্তি ঘটতে চলেছে।
বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বাংলানিউজকে জানিয়েছেন, ‘ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যে ধরনের ইনজুরিতে পড়েছিল এবারও একই ধরনের ইনজুরিতে পড়েছে। তবে নতুন হাতে (ডানহাত)। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা বলতে পারছি না। ’
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরএআর/এমএইচএম