ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুম্বলেকে টপকে মুরালিকে স্পর্শ করেছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
কুম্বলেকে টপকে মুরালিকে স্পর্শ করেছেন অশ্বিন ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নেমেছে স্বাগতিক ভারত। টস জিতে ব্যাটিং নেয় সফরকারী বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বল হাতে দ্বিতীয় সেশনের আগে নিয়েছেন দুটি উইকেট। ফিরিয়েছেন বাংলাদেশ দলপতি মুমিনুল হক আর মাহমুদউল্লাহ রিয়াদকে।

ইনিংসের ৩৮তম ওভারে মুমিনুলকে বোল্ড করেন অশ্বিন। আর এই উইকেট তুলে নেওয়ার মধ্যদিয়ে অশ্বিন গড়েন দারুণ এক মাইলফলক।

দেশের মাটিতে তুলে নেন ২৫০তম উইকেট আর ক্যারিয়ারের ৩৫৮তম উইকেট। স্পর্শ করেন লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরনকে।

ব্যক্তিগত ৩৭ রানে বিদায় নেন মুমিনুল। পরে মাহমুদউল্লাহ ব্যক্তিগত ১০ রানে বোল্ড হন অশ্বিনের বলে। দেশের মাটিতে ৪২তম টেস্ট খেলতে নামা এই স্পিনারের উইকেট বেড়ে দাঁড়ায় ২৫১। ঘরের মাঠে নিজের ৪৩তম টেস্টে ২৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনীল কুম্বলে। বাংলাদেশের বিপক্ষে আজ অশ্বিন টপকে গেলেন কুম্বলেকে।

ঘরের মাটিতে ৪২তম টেস্টে ২৫০ উইকেট নিয়ে এতোদিন বিশ্বরেকর্ডে এক নম্বরে ছিলেন মুরালিধরন। সমান ম্যাচে আজ এই বিশ্বরেকর্ডে নাম লেখালেন অশ্বিন। দেশের মাটিতে কুম্বলে ৪৩, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৪৪, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ৪৯, ভারতের হরভজন সিং ৫১ নম্বর ম্যাচে ২৫০তম উইকেটের দেখা পান।

কুম্বলে (৩৫০) আর হরভজনের (২৬৫) পর ভারতের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মালিক হলেন অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।