নিজের দ্বিতীয় বলে ‘ডাক’ মেরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় কোনো টেস্ট দলপতি হিসেবে কোহলি প্রথমবার সাজঘরে ফিরেছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় কোনো অধিনায়ক হিসেবে ‘ডাক’ মেরেছিলেন সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী।
শুক্রবার (১৫ নভেম্বর) ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আবু জায়েদের ভেতরে ঢোকা বলে পরাস্ত হন কোহলি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে দলপতি মুমিনুল হক রিভিউ নেন। তাতে সাজঘরের পথ ধরতে হয় কোহলিকে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে ০ রানে আউট হলেন কোহলি।
বাংলাদেশের বিপক্ষে এর আগে ভারত খেলেছেন ৯টি টেস্ট। প্রথমবার ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি ‘ডাক’ মারলেও এনিয়ে সাদা পোশাকে ১০ বার শূন্য রানে বিদায় নিলেন। টেস্ট ক্যারিয়ারের ১৪০তম ইনিংসে এসে দশমবার শূন্য রানে আউট হলেন তিনি। যা ভারতীয় কোনো ব্যাটসম্যানের জন্য দ্রুততম।
‘ডাক’ মারার দুই অঙ্কে পৌঁছাতে মহেন্দ্র সিং ধোনির লেগেছিল ১৪২ ইনিংস, টেন্ডুলকারের লেগেছিল ১৫২ ইনিংস, গুণ্ডাপ্পা বিশ্বনাথের লেগেছিল ১৫৩ ইনিংস, ভিভিএস লক্ষ্মণের লেগেছিল ১৫৯ ইনিংস আর সৌরভ গাঙ্গুলীর লেগেছিল ১৬৭ ইনিংস।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমআরপি