টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় পেসাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫০ রান করে গুটিয়ে যায়।
প্রথম দিনের ১ উইকেটে ৮৬ রান নিয়ে খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনে তাদের উইকেট পড়েছে আরও ৫টি। ৬ উইকেটের চারটিই নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। শেষ বেলায় একটি করে উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন।
সফরকারী দলপতি মুমিনুল হক গতকালের পর আজ পুরো দিন চার বোলারকেই ঘুরিয়ে ফিরিয়ে বোলিংয়ে এনেছেন। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়েছেন ৩ ওভার। মাহমুদউল্লাহ ছাড়া বাকি চার বোলারই তিন অঙ্ক ছুঁয়েছেন।
রান খরচের দিক দিয়ে ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন এবাদত, রাহি, মিরাজ আর তাইজুল। এবাদতের বোলিং ফিগার ৩১-৫-১১৫-১। রাহির বোলিং ফিগার ২৫-৩-১০৮-৪। তাইজুলের বোলিং ফিগার ২৮-৪-১২০-০। আর মিরাজের বোলিং ফিগার ২৭-০-১২৫-১। মাহমুদউল্লাহ ৩ ওভারে ২৪ রান খরচায় কোনো উইকেট পাননি।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমআরপি