ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিং: বড় লাফ আবু জায়েদের, বাদ সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
টেস্ট র‍্যাংকিং: বড় লাফ আবু জায়েদের, বাদ সাকিব আবু জায়েদ ও সাকিব আল হাসান

ইন্দোর টেস্ট শেষে আইসিসি’র টেস্ট র‍্যাংকিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। হালনাগাদ তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশি পেসার আবু জায়েদ রাহি। বোলারদের তালিকায় ১৮ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। 

তবে টাইগারভক্তদের দুঃখ বাড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট র‍্যাংকিং থেকেও বাদ গেছে সাকিব আল হাসানের নাম। ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা গোপন করায় ২ বছর নিষিদ্ধ (এক বছর স্থগিত) হয়েছেন তিনি।

ফলে র‍্যাংকিং থেকে তার বাদ পড়াটা স্বাভাবিক।  

ভারত সফরের প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে বল হাতে বাংলাদেশের একমাত্র সফল বোলার ছিলেন আবু জায়েদ। ভারতীয় ব্যাটসম্যানরা যখন বাংলাদেশের বোলারদের ওপর অনায়াসে ছড়ি ঘুরিয়ে রানের পাহাড় গড়েছেন, এই ডানহাতি পেসার তখন বল হাতে ৪ উইকেট তুলে নিয়েছেন।  

ভারতের একমাত্র ইনিংসে জায়েদের শিকার হয়ে ফিরেছেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। এর জন্য অবশ্য ২৫ ওভার বল করে ১০৮ রান খরচ করেছেন এই পেসার। দলের ব্যাটিং ব্যর্থতায় আর বল হাতে নিতে না পারলেও র‍্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৬২তম স্থানে।

বোলারদের শীর্ষ দশের তালিকায় সবচেয়ে বড় সংযোজন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ৮ ধাপ এগিয়ে এই ডানহাতি পেসার এখন ৭ম স্থানে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তার উইকেট সংখ্যাও ঠিক ৭টি। এছাড়া এক ধাপ করে এগিয়েছেন ইশান্ত শর্মা (২০) ও উমেশ যাদব (২২)।

এদিকে টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। ৫ ধাপ এগিয়ে মুশফিকের অবস্থান এখন ৩০তম স্থানে। আর লিটন দাস ৬ ধাপ এগিয়ে আছেন ৮৬তম স্থানে। এদিকে ইন্দোর টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান ভারতের মায়াঙ্ক আগারওয়াল ৭ ধাপ এগিয়ে ১১তম স্থানে চলে এসেছেন। এছাড়া ৪ ধাপ এগিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা (৩৫)।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।