ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিতে কোহলির আরেক কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
সেঞ্চুরিতে কোহলির আরেক কীর্তি ছবি: সংগৃহীত

ইন্দোর টেস্টে ব্যাট হাতে নেমে উইকেটে জেঁকে বসার আগেই ভারতের দলপতি বিরাট কোহলিকে বিদায় করেছিলেন আবু জায়েদ রাহি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি। কলকাতা টেস্টে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি।

ক্রিকেটের সব সংস্করণেই নিয়মিত রেকর্ড ভাঙছেন কোহলি। আজকের এই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিতে নাম লিখিয়েছেন কোহলি।

ইন্দোর টেস্টে নিজের দ্বিতীয় বলেই এলবির ফাঁদে পড়ে ০ রানে সাজঘরে ফেরেন। ইডেনে ক্যারিয়ারের ৮৪তম ম্যাচে নেমে ২৭তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি।

তাতে টপকে গেছেন অধিনায়ক হিসেবে টেস্টে ১৯ সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংকে। কীভাবে? কোহলির আজকের সেঞ্চুরি দলপতি হিসেবে ২০তম।

টেস্টে দলপতি হিসেবে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১০৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে তিনি ২৫ সেঞ্চুরিতে করেন ৮৬৫৯ রান। কোহলি এখন এই তালিকায় দুইয়ে (৫৩ ম্যাচে, ২০টি সেঞ্চুরি)। অধিনায়ক হিসেবে ৭৭ টেস্টে দলতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৃতীয় সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি করেছেন পন্টিং। ১৫টি সেঞ্চুরি আছে স্যার অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ আর স্টিভ স্মিথের।

অধিনায়কত্বের পাশাপাশি ১৪টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, মাইকেল ক্লার্ক, মাহেলা জয়াবর্ধনে আর ডন ব্রাডম্যানের।

এদিকে, ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরির মধ্যদিয়ে কোহলি টপকে গেছেন স্টিভ স্মিথকে। সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। ২৭ সেঞ্চুরিতে কোহলি নাম লিখিয়েছেন অ্যালান বোর্ডার আর গ্রায়েম স্মিথের নামের পাশে।

ইডেন টেস্টের প্রথম দিনেই আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।  অধিনায়কের দায়িত্ব নিয়ে মাত্র ৫৩তম টেস্ট খেলতে নেমেই দ্রুততম পাঁচ হাজার রান পার করেন কোহলি। এর আগে এ রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ৫৪ টেস্টে পাঁচ হাজারের মাইলফলক স্পর্শ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।